মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সমৃদ্ধি কর্মসূচি উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ ) সার্বিক সহযোগিতায় ও পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) বাস্তবায়নে এই সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান করা হয়।
পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক (কার্যক্রম) আকরাম হোসেনের সভাপতিত্বে ও পল্লী প্রগতি সহায়ক সমিতির স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পল্লী প্রগতি সহায়ক সমিতির অডিট ম্যানেজার নজরুল ইসলাম খান, সহকারী ক্রেডিট ম্যানেজার জামাল সরদার, ফোকাল পার্সন সুমন চন্দ্র হাওলাদার, এরিয়া ম্যানেজার নৃপেন বালা, উপজেলা কর্মসূচির সমন্বয়কারী মির্জা ইয়াকুব হারুন, সামাজিক সংগঠন হৃদয়ে বালিয়াকান্দি’র প্রতিষ্ঠাতা ও মনিমুকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খোন্দকার রফিকুদ্দৌলা বাবলু, ইলিশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান টুটুল, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক তাসমিন রহমান বৃষ্টি, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার শফিউল আলম শিপলু প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক, প্রবীণ, শিক্ষক, শ্রেষ্ঠ সন্তানসহ ২০জনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।