নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মব ভায়োলেন্স ও চাঁদাবাজি প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক সভায় তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কারো নেই। জনগণ সচেতন হলে এসব অপরাধ স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা মাদক ব্যবসার সাথে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “কক্সবাজার হয়ে মাদক প্রবেশ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এটিকে ‘বিষফোড়া’ আখ্যায়িত করেন। রোহিঙ্গা ইস্যুতে বিশেষ উপদেষ্টা নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে।
সভার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র নির্মাণকাজ উদ্বোধন করেন। এসময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগের ফলেই আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, পূর্ত মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীকসহ বিভিন্ন বাহিনী ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।