নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। সোমবার বিকেলে হাজীগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টারা ঘোষণা দেন যে, এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, নারায়ণগঞ্জে দায়ের করা মামলাগুলোর চার্জশিট আগামী ৫ আগস্টের মধ্যে জমা দেওয়া হবে। তিনি শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন, পাশাপাশি দ্রুত বিচার আইনে মামলাগুলো নিষ্পত্তির সম্ভাবনা যাচাই করার কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান জুলাই আন্দোলনের ৩৬ দিনে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ ও ৩৭০ জন আহতের কথা স্মরণ করে বলেন, “বৈষম্যহীন সমাজ গড়তে হবে শহীদদের স্বপ্ন পূরণে।” শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান ঘোষণা দেন যে, গণভবনকে ‘ফ্যাসিস্ট জাদুঘর’ হিসেবে ৫ আগস্টের মধ্যে উদ্বোধন করা হবে, যেখানে স্বৈরাচারের নির্যাতনের নিদর্শন সংরক্ষণ করা হবে।
অনুষ্ঠানে শহীদ আদিলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেধাবী ছেলে বেঁচে থাকলে এবার এসএসসি পরীক্ষা দিত। ফ্যাসিস্টদের গুলিতেই সে চলে গেছে।” উপদেষ্টারা শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন এবং পরিবেশ সংরক্ষণে গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বি.বি. রোডে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের হামলায় ২১ স্থানীয় বাসিন্দাসহ মোট ৫৬ জন শহীদ হন। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।