মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রতিবাদে রাজবাড়ী জেলা ছাত্রদলের বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি চত্ত¦রে সমাবেশ করে। এ সময় জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড় শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, আতিয়ার শিকদার আতিক, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেকবর হোসেন প্যারিস, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, ছাত্রদল নেতা সবুজ সরদার, রাজবাড়ী পৌর ছাত্রদল নেতা আজিম ইসলাম, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাসেদ ইকবাল, উপজেলা ছাত্রদল সভাপতি সুমন খান, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে মামলা, হামলা, গুম-খুনের শিকার হয়েছে। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন অপপ্রচার শুরু করেছে। আমরা মাঠে আছি এবং থাকবো। কঠোর ভাবে এ সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আমরা ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ভবিষ্যতে কোন ষড়যন্ত্র করতে হলে ভেবে চিন্তে করবেন। আমরা বানের জলে ভেসে আসা সংগঠন নয়। আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আপনাদেরও সেই অবস্থা হবে।