মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:
ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৪ মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পান বাজার সংলগ্ন জেলা কালেক্টরেট স্কুুল এন্ড কলেজের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পান বাজার সংলগ্ন জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে ভোলা সদর মডেল থানার এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ কেজি গাঁজাসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রাসেল (৩২), মোঃ কামরুল হাসান (৩০), নুর মোহম্মদ ফরাজী ওরফে রুবেল (২৯) এবং মোঃ সুজন ভক্ত (৩২)। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।