আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চূড়ান্ত সময়সীমা দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলোচনায় ট্রাম্প সতর্ক করে বলেন, “যদি নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি না হয়, আমরা রাশিয়ার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর বিরুদ্ধে ১০০% সেকেন্ডারি ট্যারিফ আরোপ করব।”
ট্রাম্পের এই হুমকি এসেছে এমন সময় যখন ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়ে গেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া চীনসহ অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ‘সেকেন্ডারি ট্যারিফ’ কৌশল মূলত রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে তার বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, ট্রাম্পের এই বক্তব্যকে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, সেকেন্ডারি ট্যারিফ সাধারণত সেইসব দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয় যারা নিষেধাজ্ঞাবিধৃত রাষ্ট্রের সাথে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়। ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।