নিজস্ব প্রতিনিধি:
গত বছরের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যের বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় শতাধিক শিক্ষার্থী ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন, যা গত বছরকার আন্দোলনের স্মৃতি ফিরিয়ে আনে।
২০২৩ সালের এই দিনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না। যত রাজাকারের বাচ্চারা, নাতি-পুতিরা হলো মেধাবী।” এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ‘চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ সহ নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস।
দিনটির স্মরণে এবারও শিক্ষার্থীরা টিএসসি ও বিভিন্ন হল এলাকায় সমবেত হয়ে একই স্লোগানে ফুঁটিয়ে তোলেন তাদের ক্ষোভ। গত বছরের এই ঘটনাই কোটাবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল বলে মনে করেন বিশ্লেষকরা। ওই মন্তব্যের পর আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং সরকারি দমন-পীড়নের মাত্রাও বৃদ্ধি পায়।
উল্লেখ্য, ২০২৩ সালের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে। আদালত ও প্রশাসনিক প্রক্রিয়ায় আন্দোলন নিয়ন্ত্রণে আসছিল বলে মনে করা হলেও প্রধানমন্ত্রীর এ মন্তব্য আন্দোলনকারীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানের রূপ নেয়। আজকের এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা গত বছরের সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে স্মরণ করছেন, যা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।