নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম পুনরায় টেস্ট অধিনায়কত্বের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ক্রিকবাজ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এটি কোনো লোভের বিষয় নয় বরং দায়িত্ব নেওয়ার ইচ্ছা থেকে তিনি নেতৃত্ব চান। “অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি – দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য আমার আছে,” বলেন তাইজুল।
গত মাসে নাজমুল হোসেন শান্তের পদত্যাগের পর টেস্ট অধিনায়কত্ব নিয়ে আলোচনায় তাইজুলের নাম উঠে এসেছে। যদিও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে এবং টি-টোয়েন্টিতে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে, টেস্ট নেতৃত্ব এখনও অনিশ্চিত। ক্রিকেট সূত্রমতে, তিন ফরম্যাটে তিন অধিনায়কের নিয়মে চলতে পারে বিসিবি, সেক্ষেত্রে তাইজুল টেস্ট দলের নেতৃত্বের শক্ত প্রতিদ্বন্দ্বী।
২৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি এবং তার কথা মূল্য দেওয়া উচিত। আমি মনে করি না যে আমি এটা করতে পারব না।” বর্তমানে বাংলাদেশের টেস্ট দলে তাইজুল সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন, যা তাকে নেতৃত্বের দাবিদার করে তোলে।