নিজস্ব প্রতিনিধি:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পাদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫-এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা এবং কক্সবাজার কর অঞ্চলের আশরাফুল আলম প্রধান। এছাড়া উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুসরাত জাহান শমী ও কুমিল্লার ইমাম তৌহিদ হাসান শাকিলও বরখাস্তের তালিকায় রয়েছেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুনের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তের সময় তারা শুধু খোরপোষ ভাতা পাবেন।
উল্লেখ্য, গত ২৪ জুন এনবিআর ভবনে কর্মকর্তারা দুটি বদলি আদেশকে “প্রতিহিংসামূলক” আখ্যা দিয়ে তা ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় সংস্থার অভ্যন্তরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।