মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পাঠানপাড়া-ফুডঅফিস সংলগ্ন এলাকায় এ স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন- জুলাই আন্দোলনে শহিদ তারিক হোসেনের বাবা আশাদুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা.একেএম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ ইয়াছিন হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে শহিদের স্মরণে এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামী ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ আগষ্ট এই স্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উদ্বোধন শেষে শহিদের আত্মার মাগরিরাত ও জুলাই আন্দোলনে আহতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।