২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে ব্যর্থ ১৪৪ রাজনৈতিক দল, ইসি’র ১৫ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদনকারী ১৪৪টি রাজনৈতিক দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে.এম. আলী নেওয়াজ নিশ্চিত করেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সকল আবেদনকারী দলকে ১৫ দিনের মধ্যে শর্তপূরণের জন্য চিঠি দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে এ চিঠি পাঠানো হবে।

গত ২০ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত সময়ে ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দিলেও, ইসির কঠোর নিবন্ধন শর্ত পূরণে সবাই ব্যর্থ হয়েছে। নিবন্ধনের জন্য দলগুলোর必须具备 সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর কমিটি, ২০০ ভোটারের সমর্থন নথি এবং দলীয় গঠনতন্ত্রসহ অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদনকারী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো – বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, বাংলাদেশ নাগরিক দল, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি এবং নেজামে ইসলাম পার্টিসহ আরও অনেকগুলো।

ইসি সূত্রে জানা গেছে, বেশিরভাগ দল সংগঠনগত কাঠামো, সদস্য সমর্থনের প্রমাণপত্র এবং আনুষ্ঠানিক নথিপত্র জমা দিতে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে ইসি নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। নতুন কোনো দল নিবন্ধন পেতে চাইলে আগামী ১৫ দিনের মধ্যে ত্রুটিসংশোধন করে পুনরায় আবেদন করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top