হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী) ইতালি প্রতিনিধি:
ইতালিতে প্রথম স্কুল ভেনিস বাংলা স্কুল এর পরিচালিত ভেনিস বাংলা স্কুল মারঘেরা শাখায় ইতালিতে যারা নতুন ভাবে বসবাস করছেন বা কর্ম জীবন চালু করতে যাচ্ছেন তাদেরকে ইতালিয়ান ভাষা শিক্ষা তিন মাস এর কোর্স সম্পন্ন হবার পর পরীক্ষা শেষে আজ ১৫ ই জুলাই রোজ মঙ্গলবার সকালে ১১. ৩০ সার্টিফিকেট প্রদান করা হয়।
সকল শিক্ষার্থী যারা পরীক্ষায় উর্তীন্ন হয়েছেন তাদের মাঝে আজ ভেনিস বাংলা স্কুল এর সম্মানিত চেয়ারম্যান জনাব কামরুল সারওয়ার ও নিশা আক্তার মেডাম এবং ভেনিস বাংলা স্কুল মারঘেরা শাখার পরিচালক ও দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার ইতালি প্রতিনিধি শিক্ষার্থী দের সার্টিফিকেট হাতে তুলে দেন।
ইতালি বাংলা একাডেমি জনাব কাজী মেহেদী হাসান রাব্বি স্যার ও মেহেদী কন্সালটিং এর পরিবার উপস্থিত ছিলেন।যারা ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স উর্তীন্ন হয়েছে তাদেরকে আগামী সপ্তাহে থেকে দ্বিতীয় ধাপের কোর্স এর ভর্তি হবার জন্য অনুরোধ করা হয়। এখন ইতালিতে বসবাস, কর্মক্ষেত্রে, সোজর্ণ নবায়ন ও ইতালিয়ান নাগরিকত্ব জন্য ইতালিয়ান ভাষা ভাধ্যতামূলক করছেন বর্তমান সরকার। তাই ভেনিস বাংলা স্কুল এর উদ্যোগে চেষ্টা করে যাচ্ছে যেন সবাইকে ইতালিয়ান ভাষা শিক্ষা পারদর্শী করবার জন্য।
আগামীতে যেন ইতালিয়ান ভাষা শিখে ইতালিয়ান দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসে বাংলাদেশ এর নাম উজ্জ্বল করতে পারেন এবং দেশে ভৈধ ভাবে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অবকাঠামো সচল সাবলম্বী করতে পারেন।