১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিটফোর্ড হত্যার প্রতিবাদে নাচনমহল বিএনপির বিক্ষোভ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ডে একজনকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নাচনমহল বাজারে এ কর্মসূচির আয়োজন করে নাচনমহল ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজ খলিফা, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, যুবদলের সভাপতি এমাদুল হক খোকন প্রমুখ।

সভাপতি আজিজ খলিফা বলেন, “দীর্ঘ সতেরো বছর ধরে জালিম স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, তারা ভুলে গেছেন তিনি এই আন্দোলনের অন্যতম নেতৃত্বদাতা।”

সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মোল্লা বলেন, “তারেক রহমান তারুণ্যের অহংকার। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নাচনমহল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top