১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে বিশেষ মার্চের আয়োজন করেছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন, “১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!” এবং কমেন্ট সেকশনে যোগ করেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।” এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী সফরের অংশ হিসেবে এই পদযাত্রা বাস্তবায়ন করবেন বলে জানানো হয়েছে।

দলটি ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তবে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে সংগঠনটি। গোপালগঞ্জে এই পদযাত্রাকে দলের সংগঠন শক্তিশালীকরণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top