১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ফিরিয়ে দেয়ার চেষ্টা নিয়ে প্রশ্ন স্থানীয় সরকার উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখেছেন, কেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীককে পুনরায় শিডিউলভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন।

উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, বর্তমান আইন ও বিধি অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি প্রশ্ন তোলেন, “কোন প্রক্রিয়ায় এবং কীভাবে একটি নিষিদ্ধ দলের প্রতীক পুনর্বহালের চেষ্টা চলছে?”

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা করতে পারে।

ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’

পোস্টের মন্তব্যের ঘরে আসিফ লেখেন, ‘আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top