১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় শোক

নিজস্ব প্রতিনিধি:

আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকারি সিদ্ধান্তে দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সকল সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্মীয় ভিন্নতার সমন্বয়ে দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তাদের উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা করবেন।

গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া সকল শহীদের স্মরণে আজ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রংপুরসহ বিভিন্ন জেলায় শহীদদের পরিবারের সাথে সংহতি প্রকাশ এবং স্মরণসভার আয়োজন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top