নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিশ্চিত করেছেন যে, আহতরা হলেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের একদল নেতাকর্মী পুলিশ টহল দলের ওপর হামলা চালায়। তারা একটি পুলিশ গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার জানিয়েছেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, আহত পুলিশ সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।