নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) সহিংস ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
গান্ধীয়াশুর এলাকায় সংঘটিত এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউএনও রকিবুল হাসান জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও পৌর পার্কে পদযাত্রা বানচাল করতে এ হামলা চালানো হয়েছে।
এটি আজ গোপালগঞ্জে সংঘটিত দ্বিতীয় সহিংস ঘটনা। এর আগে সকালে উলপুর এলাকায় ছাত্রলীগের হামলায় পুলিশ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান উভয় ঘটনায় তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির নেতারা তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।