১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসি ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরানো হয়েছে: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পর পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, “আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)” নামের পাশে আর নৌকা প্রতীক প্রদর্শিত হচ্ছে না। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক নিশ্চিত করেছেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পরিবর্তন আনা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষাপটে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” তার পোস্টে আরও উল্লেখ করা হয়েছিল, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ-অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন।”

উল্লেখ্য, গত ১২ মাই অন্তর্বর্তী সরকারের আদেশে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসির ওয়েবসাইট থেকে প্রতীকটি অপসারণকে একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা হালনাগাদ করা হচ্ছে বলে জানা গেছে। এই পরিবর্তনটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে, বিশেষ করে আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে। নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top