নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বুধবার (১৬ জুলাই) সন্ত্রাসী হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ১টা ৩৫ মিনিটে পৌরপার্ক এলাকায় সংঘটিত এ ঘটনায় সমাবেশ মঞ্চের সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করা হয় এবং এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। এদিন সকাল থেকেই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে একাধিক সহিংস ঘটনা ঘটে। সকাল ১০টায় ইউএনও এম রকিবুল হাসানের গাড়িতে হামলায় চালক আহত হন এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যাতে ৫ পুলিশ সদস্য আহত হন।
এছাড়া গান্ধীয়াশুর এলাকায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধ করে পরিবহন চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি নেতারা এসব হামলাকে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।