নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জের পৌরপার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা ও ভাঙচুরের মধ্যেই বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার আগে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হন। নাহিদ, হাসনাত ও সারজিস আলমসহ নেতৃবৃন্দ হামলার পরও সমাবেশে বক্তব্য দেন, যা স্থানীয় সময়ে দুপুর ২টা থেকে শুরু হয়।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ মঞ্চে হামলা চালিয়ে সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
দিনব্যাপী সহিংসতার মধ্যে সকাল ১০টায় ইউএনও এম রকিবুল হাসানের গাড়িতে হামলায় চালক আহত হন এবং পুলিশ গাড়িতে অগ্নিসংযোগে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া গান্ধীয়াশুর এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।
এনসিপি নেতারা এসব বাধা উপেক্ষা করে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।