১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের পৌরপার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তীব্র ভাষায় শেখ হাসিনা ও তার পরিবারকে লক্ষ্য করে বলেন, “শেখ মুজিব পাকিস্তানে পালিয়েছিলেন, তার মেয়ে হাসিনা ভারতে পালিয়েছে। এই শেখ পরিবার গোপালগঞ্জের নাম ব্যবহার করে দেশকে ধ্বংস করেছে।” বুধবার (১৬ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

পাটওয়ারী তার বক্তব্যে দাবি করেন, “শেখ হাসিনার শাসনামলে গোপালগঞ্জবাসীসহ সারাদেশ বৈষম্যের শিকার হয়েছে। আমরা শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দিয়েছি, এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।” তিনি এনসিপিকে ‘পরিবারতান্ত্রিক রাজনীতির বিকল্প’ হিসেবে উপস্থাপন করে বলেন, “আমরা ব্যক্তি বা অঞ্চলভিত্তিক নয়, সমগ্র বাংলাদেশের রাজনীতি করতে চাই।”

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে সমাবেশ শুরুর আগে ছাত্রলীগের হামলায় মঞ্চের সাউন্ড সিস্টেম ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাকে পাটওয়ারী ‘হাসিনা আমলের পুরনো নাটক’ বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, সমাবেশস্থলে হামলা, ইউএনও’র গাড়িতে আক্রমণ এবং সড়ক অবরোধের মতো ঘটনায় গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top