১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে সংঘটিত হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা করা হয়।

সংগঠনটির পোস্টে বলা হয়েছে, “গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা সারাদেশের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।” এতে সকল ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রজনতার সমন্বয়ে ব্লকেড কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নাহিদ, হাসনাত ও সারজিস আলমসহ এনসিপির শীর্ষ নেতারা বর্তমানে জেলা সার্কিট হাউজে অবস্থান করছেন। এর আগে দুপুরে পৌরপার্কে এনসিপির সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলায় সাউন্ড সিস্টেম, মাইক ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের ওপর শারীরিক আক্রমণ চালানো হয়। সমাবেশ শেষে নেতাদের গাড়িবহর থেকেও পুনরায় হামলা করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পুরো গোপালগঞ্জ শহরে এখনও উত্তেজনাকর ও অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top