মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সেমিনার কক্ষে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। সভা সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম বদিউজ্জামাল।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সুজন চন্দ্র রায়, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, দীঘিনালা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দীঘিনালা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আনোয়ার, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মোঃ মারুফ, মোঃ তাইজুল, মোঃ কবির আহমেদ, মোঃ সাফায়েত ও মোঃ শাকিল আহমেদসহ আরও অনেকেই।
গত বছর ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহিদ হন। তার আত্মত্যাগ ও ছাত্রদের গণআন্দোলনের প্রতি সম্মান জানিয়ে সরকার এই দিনটিকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারাদেশের মতো দীঘিনালাতেও জাতীয় শোক পালন করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে গণআন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত। দীঘিনালার বৈষম্যবিরোধী আন্দোলনও শহিদ দিবস উপলক্ষে সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে ‘জুলাই আন্দোলনে শহিদ হওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়’। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।