মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল ও তালের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঠাল গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে রাবেয়া বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এছাড়া রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “শিশুদের মাঝে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে হবে। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি আমাদের জীবন রক্ষা করে। নারিকেল, তাল, নিম, জাম বা কাঠাল— প্রতিটি গাছই আমাদের পরিবেশ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে গাছ লাগাবে বলে আমি বিশ্বাস করি।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এদের পরিচর্যা করতে হবে যেন ভবিষ্যতে ফল ও ছায়া দুই-ই পাওয়া যায়। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে উদ্বুদ্ধ করছি।”
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “আমাদের বিদ্যালয়ে এই ধরণের পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা পাবে— যা শ্রেণিকক্ষের গণ্ডি ছাড়িয়ে জীবনের পাঠ দেবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।