নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে সেনা ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জেলা ত্যাগ করেছেন দলের শীর্ষ নেতারা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর ১৫-১৬টি গাড়ির বহরে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ ছাড়েন। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার-বেঞ্চ ভাঙচুর করা হয়। হামলার মধ্যেই নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর স্লোগানে সমাবেশস্থল প্রকম্পিত হয়। সামান্তা শারমিন, আখতার হোসেন, তাসনিম জারা ও সারোয়ার তুষারসহ নেতাকর্মীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে পুনরায় হামলা চালানো হয়। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের এই হামলায় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে। নিরাপত্তা বাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গত কয়েক ঘণ্টায় গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও সেনা-পুলিশের সমন্বিত নিরাপত্তা বলয়ের মধ্যেই এনসিপি নেতারা নিরাপদে জেলা ত্যাগ করতে সক্ষম হন।