নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস নিহতদের তালিকা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) এবং টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০)। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অস্ত্রোপচার চলমান রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার সন্ধ্যা ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এদিকে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দ্বারা এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছে। কারফিউ উপেক্ষা করে কেউ রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।