১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কালিহাতীতে জীপগাড়ির ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে জীপগাড়ির ধাক্কায় জোহরা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলায়মানের স্ত্রী। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার শাজাহান সিরাজ কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘাটাইলগামী একটি জীপগাড়ি ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে জোহরা বেগম গাড়ির সামনে চলে আসেন। এসময় গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কালিহাতী থানা পুলিশ গাড়িচালক রনিকে আটক করেছে এবং জীপগাড়িটি জব্দ করেছে। মামলার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top