১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন- ইউএনও

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিন আকতারের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী।

তিনি বলেন, ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। শহীদদের স্মরণ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি কল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন দিয়েছিল।

দেশের সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবানও জানান তিনি। নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আজিজ, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাত হোসেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top