নিজস্ব প্রতিনিধি:
কলম্বোর পাল্লেকেলে স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত তৃতীয় টি-২০ ম্যাচে তানজিদ তামিমের অপরাজিত ৭৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছে। এটিই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়।
ম্যাচের নায়ক তানজিদ তামিম ৪৭ বলে ৬ ছক্কা ও ১ চারে গড়া তার ক্যারিয়ার সেরা এই ইনিংসে মাঠ ছাড়েননি। লিটন দাসের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নেন। লিটন ২৬ বলে ৩২ রান করেন। এরপর তাওহীদ হৃদয়ের (২৭) সঙ্গে ৬৯ রানের অপরাজিত জুটি গড়ে ২১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন তানজিদ।
এর আগে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে ১৩২ রানে থামিয়েছিল বাংলাদেশের বোলাররা। শেখ মেহেদি হাসান ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন। তার বোলিং স্পেলে শ্রীলঙ্কার শীর্ষ চার ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফেরেন। পাথুম নিশাঙ্কা দলের সর্বোচ্চ ৪৬ রান করেন।
প্রথম ওভারেই উইকেট হারালেও তানজিদ-লিটনের জুটির পর তাওহীদ হৃদয়ের রমরমা ব্যাটিংয়ে বাংলাদেশ সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। শ্রীলঙ্কার পেসাররা রান দিতে বাধ্য হলেও স্পিনারদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানরা দারুণ নিপুণতা দেখায়।
এই জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট বা ওয়ানডে সিরিজ জিতলেও কোনো টি-২০ সিরিজ জয় ছিল না। তানজিদ তামিমের এই অনবদ্য পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।