নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি বিরোধের জেরে বড় ভাই লুৎফুর রহমান তার ছোট ভাই মজিবুর রহমান (৬০) কে মসজিদে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামের এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে মজিবুর রহমান স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করতে গেলে লুৎফুর রহমান সেখানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপিলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে। নিহত ও আসামি উভয়েই চরগাঁও গ্রামের কামরু মুন্সির সন্তান।
এ ধরনের পবিত্র স্থানে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনায় মর্মাহত ও হতবাক হয়ে পড়েছেন। পুলিশ জানিয়েছে, মরদেহ পোস্টমর্টেমের জন্য সিলেটে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।