নিজস্ব প্রতিনিধি:
এনসিপির সমাবেশকে কেন্দ্রে করে গোপালগঞ্জে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে জারি করা এই কারফিউয়ের মধ্যে শহরের রাস্তাঘাটে স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারফিউয়ের প্রথম দিন সকাল থেকেই শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল কমে গেছে। অফিসগামী কর্মকর্তা-কর্মচারীদের বাইরে সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আনসার সদস্যদের শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
গতকালের সহিংসতার প্রেক্ষাপটে রাতের বেলা র্যাব, সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী শহরে নিরাপত্তা জোরদার করেছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।”
উল্লেখ্য, বুধবার এনসিপির সমাবেশ শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের পর এই কারফিউ জারি করা হয়। সহিংসতার ঘটনায় শহরের বিভিন্ন স্থানে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।