১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জ সহিংসতা: আ.লীগপন্থীদের ‘ভুয়া ছবি’ প্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টার প্রেস উইং গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গোষ্ঠীর ‘সাজানো ছবি’ ও ‘মিথ্যা প্রচারণা’ চালানোর তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার (১৬ জুলাই) সিএ প্রেস উইং ফ্যাক্ট চেকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত একাধিক অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে পুরনো ও অপ্রাসঙ্গিক ছবি শেয়ার করে বিভ্রান্তি ছড়িয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির হোসেন ও সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ২০২২ সালের নারায়ণগঞ্জের বিএনপি সমাবেশের ছবি, ২০২৩ সালের মার্চের হাসপাতাল দৃশ্য এবং গাজীপুরের একটি ভিডিওর স্ক্রিনশটকে গোপালগঞ্জের ঘটনা বলে চালিয়ে দিয়েছেন। একটি এআই-নির্মিত শিশুর ছবিও এই প্রচারণায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রেস উইংয়ের দাবি, এসব ভুয়া উপাদান দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে। বাস্তবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকদের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়। সংঘর্ষে ৪ জন নিহত হওয়ায় রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, “একটি সংগঠিত প্রোপাগান্ডা অভিযানের মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।” তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব অভিযোগের জবাব দেয়া হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top