নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির বিস্তারিত জানান।
নাহিদ ইসলাম দাবি করেন, “এটি ছিল আমাদের মাসব্যাপী পূর্বঘোষিত কর্মসূচির অংশ, যা প্রশাসনকে জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করেই পালন করা হচ্ছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।” তিনি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।
এনসিপি নেতা গোপালগঞ্জের ঘটনাকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা প্রমাণ করেছি গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়াও অন্য দল কর্মসূচি পালন করতে পারে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানালেও আরও সতর্কতা কামনা করেন।
নাহিদ ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ সারাদেশে এনসিপির পূর্বনির্ধারিত পদযাত্রা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের হামলার পর উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছান। বিক্ষোভ কর্মসূচিতে দলটি হামলার তদন্ত ও দোষীদের বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরবে বলে জানা গেছে।