১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের ঘটনা বলে জয়ের পোস্ট

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্রে করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পুলিশের গাড়িতে একজন ব্যক্তির লাশ তোলার দৃশ্য দেখানো হচ্ছে। ভিডিওটি গোপালগঞ্জের ঘটনা বলে দাবি করে পোস্ট করেছেন জয় নামে একজন ব্যবহারকারী।

তথ্য যাচাইয়ে জানা গেছে, ভিডিওটি আসলে ২০২৪ সালের ৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ডের গরুর বাজারের একটি ঘটনার। ওই সময় স্থানীয়রা একজন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছিলেন, যা ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামক প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছিল।

গোপালগঞ্জে ১৬ জুলাই সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে এই ভুয়া ভিডিওটি পুনরায় শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারের সময় ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনাটি ঘটেছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

মিথ্যা তথ্য প্রতিরোধে সক্রিয় সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, গোপালগঞ্জের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এমন বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর প্রবণতা বেড়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top