১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার বিদ্যমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (১৬ জুলাই) এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর সেলিম ফারুককে আহ্বায়ক হিসেবে এবং জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সোহেল পারভেজ (সাবেক সহ-সভাপতি), মোস্তফা হক প্রধান বাচ্চু এবং রেয়াজুল ইসলাম কালু (ডোমার উপজেলা বিএনপি সভাপতি) যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির পুরনো কমিটি কার্যকরভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় ব্যর্থ ছিল বলে একাধিক সময় অভিযোগ উঠেছিল। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভাজন, নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক দুর্বলতা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়।

এর প্রেক্ষিতে দীর্ঘ আলোচনার পর গত কয়েক সপ্তাহ ধরে মাঠপর্যায়ের মতামত গ্রহণ করে কেন্দ্রীয় নেতৃত্ব এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

নবনিযুক্ত আহ্বায়ক মীর সেলিম ফারুক এক প্রতিক্রিয়ায় জানান, “দলের এই সংকটকালে সংগঠনকে পুনর্গঠনের জন্য আমাদের উপর যে আস্থা রাখা হয়েছে, তা আমরা দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। খুব শিগগিরই জেলার প্রতিটি উপজেলায় কমিটি পুনর্গঠনের কাজ শুরু করা হবে।”

সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বলেন, “দলীয় নেতাকর্মীদের মধ্যে যে গত দুই-তিন বছর ধরে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে একটি উদ্দীপ্ত, গণমুখী জেলা বিএনপি গঠনের লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে জেলা পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনছে। নীলফামারী জেলা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ন একটি এলাকা হওয়ায় এখানে শক্তিশালী কমিটি গঠনের চেষ্টা স্পষ্ট।

নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে জেলার সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top