নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” ও “হত্যার ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি অভিযোগ করেন, “এই নৃশংস হামলার পেছনে সরাসরি নির্দেশদাতা ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা।”
সোহেল তাজ তার বক্তব্যে উল্লেখ করেন, “১৬ জুলাইয়ের এই হামলার মূল লক্ষ্য ছিল জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী নাহিদ, সার্জিস, হাসনাত ও জারাকে হত্যা করা।” তিনি আরও যোগ করেন, “খুনি হাসিনা শুধু গণহত্যা করেই ক্ষান্ত হয়নি, দেশের গণতন্ত্র ধ্বংস করে লাখো কোটি টাকা বিদেশে পাচার করছে। এখন বিদেশ থেকে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।”
গোপালগঞ্জের ঘটনাকে তিনি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বর্ণনা করেন: “সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের এই ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে তারা কতটা নীচে নামতে পারে।”
উল্লেখ্য, বুধবার এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় কমপক্ষে চারজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে এবং এনসিপি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে।
সোহেল তাজ তার বক্তব্যে হাসিনা সরকারের বিরুদ্ধে “গণতন্ত্র ধ্বংস”, “মানবাধিকার লঙ্ঘন” এবং “দেশের সম্পদ লুটপাট” এর অভিযোগ তোলেন। তিনি জনগণকে এই “স্বৈরাচারের” বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।