১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে কারফিউ আরও বাড়ল: চলবে শুক্রবার পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা কারফিউ আরও বাড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চলমান কারফিউ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বলবৎ থাকবে। এরপর তিন ঘণ্টার বিরতিতে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ পুনর্বহাল থাকবে।

গত বুধবার এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও পরবর্তী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল।

সরকারি সূত্রে জানা গেছে, হামলায় কমপক্ষে চারজন নিহত ও শতাধিক আহত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এনসিপি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানালেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কারফিউয়ের মধ্যে শহরের প্রধান সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর কঠোর টহল চলছে। সাধারণ মানুষ অত্যাবশ্যকীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না বলেও জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top