১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দিঘীনালায় যৌথ অভিযানে ৬৫ কেজি গাঁজা ও ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দিঘীনালায় মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আতাউর রহমানের নেতৃত্বে এবং দিঘীনালা সেনানিবাসের ৪ ই বেঙ্গলের ২০ জন সেনাসদস্যের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয় দিঘীনালা থানাধীন বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকায়। মুড়োপাড়া কমিউনিটি সেন্টারের উত্তর পাশে জঙ্গলের ভেতরে পরিত্যক্ত একটি জমিতে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়:

তিনটি প্লাস্টিকের বস্তায় নীল পলিথিনে মোড়ানো ৬৫ কেজি গাঁজা। দুইটি পাটের বস্তায় মোট ৪৭ বোতল বিদেশি মদ অভিযানে কাউকে আটক করা না গেলেও মাদকগুলো উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় দিঘীনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি নং: ৫৪১
তারিখ: ১৬ জুলাই ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top