১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বীরত্বের চিহ্ন ‘বীর প্রতীক আবুল হাসেম’ — বাবুছড়া ব্যাটালিয়নের গেইটে শহীদের নামের স্থায়ী ছাপ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বিজিবির গৌরবময় ইতিহাসে অবিস্মরণীয় আত্মত্যাগের প্রতীক হিসেবে বীর প্রতীক আবুল হাসেম এর নামে নামকরণ করা হলো বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রধান ফটকের। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় এক অনাড়ম্বর অথচ গর্বিত পরিবেশে এ নামকরণ ও গেইট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। তিনি ফিতা কেটে গেইট উদ্বোধন করেন এবং বলেন, বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাসে শহীদ বীর প্রতীক আবুল হাসেম-এর মতো বীরদের অবদান চির অম্লান। এই গেইট আমাদের সকলকে দেশপ্রেম ও কর্তব্যবোধে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান, সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বীর প্রতীক আবুল হাসেম এর পুত্র জনাব আবুল মোবারক। তিনি বিজিবির এই সম্মাননায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবি সদর দপ্তর, ঢাকা এর নির্দেশনায় বীর শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই গেইট শুধু একটি প্রবেশদ্বার নয়—এটি হবে বিজিবির গৌরব, আত্মত্যাগ এবং দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক। অনুষ্ঠান শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top