নিজস্ব প্রতিনিধি:
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রাখল স্বাগতিক দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ টুর্নামেন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
ম্যাচের প্রথম গোলটি আসে ৩৩তম মিনিটে। ভুটানি ডিফেন্ডারের ভুল সুযোগ করে দেয় তৃষ্ণা রানীকে, যিনি একজন প্রতিপক্ষকে কাটিয়ে নিখুঁত শটে জাল ফাঁদেন। দ্বিতীয় গোলটি আসে ৬৫তম মিনিটে ভুটান গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে তৃষ্ণা আবারও বলটি জালে জড়ান। ৭৪তম মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শটে বাংলাদেশের তৃতীয় গোলটি আসে, যা ক্রসবারের ভেতরের কানায় লেগে জালে প্রবেশ করে।
গত ম্যাচে বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল, যেখানে শান্তি মারডি হ্যাটট্রিক করেছিলেন। বর্তমান টুর্নামেন্টে নেপাল ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২১ জুলাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে, যদি উভয় দল তাদের পরবর্তী ম্যাচে জয়লাভ করে।
এই জয় বাংলাদেশের নারী ফুটবল দলের ক্রমাগত উন্নতির ধারাকে আরও সুদৃঢ় করেছে। দর্শকদের উপস্থিতি ও স্থানীয় সমর্থকদের উৎসাহ ম্যাচকে প্রাণবন্ত করে তুলেছিল। বাংলাদেশ এখন টুর্নামেন্টের শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে রয়েছে।