১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘ফ্রি ইন্টারনেট ডে’ আজ: ১ জিবি ডেটা পেতে যা করতে হবে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) সারাদেশের মোবাইল গ্রাহকরা পাচ্ছেন ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই উদ্যোগে প্রাপ্ত ডেটা ৫ দিন ব্যবহার করা যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সব মোবাইল অপারেটরকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

ফ্রি ডেটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করতে হবে: গ্রামীণফোনের জন্য *121*1807#, রবির জন্য *4*1807#, বাংলালিংকের জন্য *121*1807# এবং টেলিটকের জন্য *111*1807#। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, ৯ জুলাইই মোবাইল অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিশেষ ইন্টারনেট সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থ বিবেচনায়। দেশের সব মোবাইল গ্রাহক সমান সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছে টেলিযোগাযোগ বিভাগ।

উল্লেখ্য, গত বছরও একই উপলক্ষে ফ্রি ইন্টারনেট দেওয়া হয়েছিল। এবারও ডেটা ব্যবহারের মেয়াদ ৫ দিন নির্ধারণ করা হয়েছে, যা আগামী ২২ জুলাই পর্যন্ত ব্যবহার করা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top