নিজস্ব প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে এক বিশেষ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এই প্রতীকী দৌড় প্রতিযোগিতায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশগ্রহণ করেন, যা তার ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
সকালে শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই ম্যারাথনে বিভিন্ন বয়সের দৌড়বিদরা উৎসাহের সঙ্গে অংশ নেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে আয়োজিত এই কর্মসূচি তরুণ প্রজন্মের কাছে গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যারাথনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।
উল্লেখ্য, ১৯৯০ সালের এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগ সেই ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিকে সম্মান জানানোর প্রয়াস বলে বিশেষজ্ঞরা মনে করছেন।