মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক জানান, মরহুমের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর ও কাটার মহল পরগনার সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল মান্নান তালুকদার। তিনি ১৯৩৬ সালের দুই মার্চ সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে মেট্রিক পাসের পর ভর্তি হন সিরাজগঞ্জ সরকারি কলেজে। সে সময়েই ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে কলেজ ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষাজীবনের পাশাপাশি নিজ নামে ‘সোনালী আঁশ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়। একইসাথে তিনি প্রথম শ্রেণির একজন সফল ঠিকাদার হিসেবেও পরিচিত ছিলেন।
১৯৯১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরপর চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।
তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালীন সময়ে সিরাজগঞ্জসহ তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন।