নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে এক জ্বালাময়ী ভাষণে ঘোষণা করেছেন যে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শুক্রবার দুপুরে এনসিপির পথসভায় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণের জন্য আমরা আরেকটি বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।”
নাহিদ ইসলাম গোপালগঞ্জের হামলার প্রসঙ্গ টেনে বলেন, “আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।” এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। তাকে দেশে এনে বিচার করতে হবে।”
সারজিস আলম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন, “দেশ এখনো প্রকৃত অর্থে স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে এই স্বাধীনতা অসম্পূর্ণ থাকবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, “নেতা-নির্ভর নয়, নীতি-নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।” তিনি আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের জন্য সবাইকে সমবেত হওয়ার হুঁশিয়ারি দেন।
এই পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। নেতারা তাদের বক্তব্যে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসন্ন আন্দোলনের রূপরেখা তুলে ধরেন।