১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্টারলিংকের বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি:

স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে। প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় এসেছে। এই দলে স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথসও রয়েছেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্ব মূল্যায়ন করবে। সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তারা বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেবেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশকে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে।

প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে এবং বিকেল পাঁচটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবে। রাতে তারা হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে অংশ নেবে।

বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশন অর্জনে স্টারলিংকের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top