১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘গোপালগঞ্জ কি ভারতের অঙ্গরাজ্য’: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার বরিশালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত শোক র‌্যালি ও সমাবেশে তিনি প্রশ্ন তোলেন, “গোপালগঞ্জ যদি ভারতের অঙ্গরাজ্য না হয়, তবে কেন ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে সেখানে হত্যাযজ্ঞ চালানো হয়?”

রিজভী তার বক্তব্যে অভিযোগ করেন, “শেখ হাসিনা বিদেশে বসে রক্তের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জে তার নির্দেশেই ছাত্রলীগ-যুবলীগের হামলা হয়েছে।” তিনি এই ঘটনাকে “গণতন্ত্রের জন্য চূড়ান্ত হুমকি” আখ্যায়িত করে বলেন, “এখনই সময় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার।”

বিএনপি নেতা খুলনায় বিএনপি নেতার রগ কাটার ঘটনা এবং গোপালগঞ্জ হামলাকে একই সূত্রে গাঁথেন। তিনি দাবি করেন, “শেখ হাসিনা পাশের দেশ থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন।” রিজভী সতর্ক করে দিয়ে বলেন, “১৬ বছর ধরে দমন-পীড়ন চালিয়েও তারা ক্ষান্ত হয়নি। এখন বিদেশ থেকে হত্যার নির্দেশ দিচ্ছেন।”

সমাবেশে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি শোক র্যালি বরিশালের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, যেখানে রিজভীসহ নেতৃত্ব দেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা।

রিজভী তার বক্তব্যে সব রাজনৈতিক দলকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এনসিপির আন্দোলন পদ্ধতি নিয়ে আমাদের ভিন্নমত থাকলেও, সরকারের দমননীতি কখনই সমর্থনযোগ্য নয়।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top