নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিতে শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর প্রেস সচিব সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক নেতার সুস্থতা কামনা করেন। আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা চাই সব নেতা সুস্থ থাকুন এবং দেশ গঠনে অবদান রাখুন।”
এর আগে শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দু’বার অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রথমবার মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে উঠালে তিনি পুনরায় বক্তব্য শুরু করেন, কিন্তু দ্বিতীয়বার অসুস্থতায় আক্রান্ত হলে মঞ্চেই বসে বক্তব্য শেষ করতে বাধ্য হন। এ সময় তার পাশে জরুরি চিকিৎসা সেবা প্রদানরত চিকিৎসকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই ঘটনায় রাজনৈতিক মহলে জামায়াত নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের এই উদ্যোগকে রাজনৈতিক সম্প্রীতি ও সংলাপের ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।