নিজস্ব প্রতিনিধি:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছেন। শনিবার (১৯ জুলাই) এক টেলিভিশন ভাষণে তিনি জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব পাঠিয়েছেন। জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি শীর্ষ বৈঠকেরও ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
এই প্রস্তাব আসে রাশিয়ার ব্যাপক বিমান হামলার পরদিন, যাতে ইউক্রেনের ১০টি অঞ্চলে তিনজন নিহত হয়। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, তারা রাশিয়ার ৩৪০টি ড্রোন ও ৩৫টি ক্রুজ মিসাইলের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, “প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চান। তবে এটি একটি জটিল প্রক্রিয়া এবং আমাদের লক্ষ্য অর্জন জরুরি।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে শুল্ক হুমকির বিষয়ে বলেন, “ট্রাম্পের কঠোর বক্তব্যে আমরা অভ্যস্ত। তবে তিনি শান্তি চুক্তির জন্য কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছেন।”
গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে ইস্তাম্বুলে গত দুই দফা আলোচনা সত্ত্বেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জুন মাসে শেষ হওয়া আলোচনায় রাশিয়া ইউক্রেনের “নি:শর্ত যুদ্ধবিরতি” প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% ভূমি নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, জেলেনস্কির এই নতুন প্রস্তাব যুদ্ধবিরতির পথ সুগম করতে পারে, যদিও উভয় পক্ষের কঠোর শর্তাবলী এখনও প্রধান বাধা হিসেবে রয়ে গেছে।