নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিস সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম প্রেরণ করা হয়েছে। উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, “আমাদের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে।”
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে স্কোয়াড্রন লিডার তোকির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ করেই প্রচণ্ড শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। সেখানে তারা ধোঁয়া ও আগুন দেখতে পান। বিমানটির ধ্বংসাবশেষ স্কুল ক্যাম্পাসের একটি অংশে ছড়িয়ে পড়েছে।
বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুল ক্যাম্পাস ও আশেপাশের এলাকা সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে।